শিল্প সংস্কৃতির মেলবন্ধনে শুরু হচ্ছে বিষ্ণুপুর মেলা : করোনা আবহে নজর বিধি পালনে

4th December 2020 4:10 pm বাঁকুড়া
শিল্প সংস্কৃতির মেলবন্ধনে শুরু হচ্ছে বিষ্ণুপুর মেলা : করোনা আবহে নজর বিধি পালনে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  করোনার করাল গ্রাসে থাবা এবার বিষ্ণুপুর মেলাতেও ইতিহাস জড়িয়েই বিষ্ণুপুর মেলা তে অন্যান্য বছর তিনটি মঞ্চ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে মানুষকে মনোরঞ্জন দেয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান করা হতো করণা পরিস্থিতিতে এবার দুটি মঞ্চ করা হবে আগের বছরে মেলার বাজেট ছিল ৬৫ লক্ষ টাকা করোনার গ্রাসে পরে এবার বাজেট কমিয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা ।আগামী ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে ৩৩ তম আন্তর্জাতিক বিষ্ণুপুর মেলা। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মহকুমাশাসক অনুপ কুমার দত্ত বলেন বিষ্ণুপুর ও তার আশেপাশে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি, টেরাকোটা, বালুচরী, বিষ্ণুপুর ঘরাণা সহ অন্যান্য ক্ষুদ্র ও কুটির শিল্প তুলে ধরা হবে। এবার স্থানীয় হাই স্কুল মাঠে বাঁকুড়ার কৃতি সন্তান যদুভট্ট ও রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে করা হবে। তাছাড়াও সদ্য প্রয়াত চলচ্চিত্রভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি গ্যালারি, যেখানে তাঁর কর্মজীবনের নানান ছবি প্রদর্শিত হবে । এছাড়াও এই শহরের বাসিন্দা বিশিষ্ট পুরাতত্ববিদ প্রয়াত চিত্তরঞ্জন দাশগুপ্ত নামাঙ্কিত মঞ্চ তৈরী হবে। যেখানে তাঁর ছবি ও কাজের বিবরণ তো থাকবেই, পাশাপাশি ঐ মঞ্চে নানান সমাজসচেতনতা অনুষ্ঠান করা হবে।

প্রাথমিক অবস্থায় ২৫ লক্ষ টাকা বাজেটের এবারের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। এবিষয়ে মহকুমাশাসক অনুপ কুমার দত্ত জানান চলতি মাসে ৫ থেকে ১২ তারিখ পর্যন্ত আগ্রহী শিল্পীদের bishnupurtourism2020@gmail.com এ নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। পরে ১৪ থেকে ১৭ ডিসেম্বর শিল্পী বাছাইয়ের জন্য অডিশন চলবে। 

একই সঙ্গে মহকুমাশাসক আরো জানান, চলতি কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে শুরুর দিন পদযাত্রা থেকে মেলার দিন গুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মেলা কমিটি বিশেষ জোর দিয়েছে ।

তবে নানাবিধি চিন্তার মাঝেও বিষ্ণুপুর মেলা এ বছর কিছু নতুন সংযোজন হচ্ছে যেমন সদ্যপ্রায়ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ও চিত্তরঞ্জন দাসগুপ্তের নামে দুটি গ্যালারি করা হবে এরই সাথে বিষ্ণুপুরের ইতিহাসে নতুন সংযোজন পোড়ামাটির হাট কেউ তুলে ধরা হবে মেলা প্রাঙ্গণে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।